Browse Bangla/Hindi song (Alphabetically arranged)

A - B - C - D - E - F - G - H - I - J - K - L - M - N - O - P -Q - R - S - T - U - V - W - X - Y - Z

Wednesday, 8 September 2010

এটিএন নিউজে ঈদের আগের দিন অপূর্ব-প্রভার এক্সক্লুসিভ সাক্ষাত্কার

এটিএন নিউজে ঈদের আগের দিন অপূর্ব-প্রভার এক্সক্লুসিভ সাক্ষাত্কার

মুন্নি সাহার উপস্থাপনায় ঈদুল ফিতরের আগের দিন রাতে এটিএন নিউজে প্রচার হবে হালের আলোচিত দম্পতি অপূর্ব ও প্রভার এক্সক্লুসিভ সাক্ষাত্কার। বিয়ের পর এবারই প্রথম কোনো মিডিয়ায় সরাসরি তারা দু’জন একসঙ্গে কথা বলেছেন। অনুষ্ঠান সূত্র থেকে জানা গেছে, এক্সক্লুসিভ সাক্ষাত্কার শিরোনামের এ অনুষ্ঠানটি সরাসরি ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে কিছু অংশ কর্তন বা অনুষ্ঠানটিকে উপভোগ্য করার জন্য এডিটিং করা হলেও অনুষ্ঠানের ধরনে সরাসরি ধারণকৃত বিষয়টিই উপস্থাপন করা হবে।
অনুষ্ঠান সূত্র থেকে আরও জানা যায়, মুন্নি সাহার সঞ্চালনে এ অনুষ্ঠানে অপূর্ব-প্রভা তাদের জীবনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। বলেছেন— তাদের বিয়ের সিদ্ধান্ত, বিয়ের আগে ঘটে যাওয়া ঘটনা এবং বিয়ের পরের পরিস্থিতির কথা। অনুষ্ঠান শেষে অপূর্ব এমন কিছু কথা বলেছেন, যা দর্শকের চোখকে ভিজিয়ে দেবে বলে দাবি করেছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।

-দৈনিক আমার দেশ
(০৬-৯-১০ইং)

No comments:

Post a Comment